সিলেটের বন্যা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট। বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষ। মানুষের এই দুর্ভোগ দুর্দশা দেখতে সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী মঙ্গলবার (২১ জুন) সকালে হেলিকপ্টারযোগে তিনি সিলেট আসার কথা রয়েছে। হেলিকপ্টারে করে তিনি সিলেটের বন্যা পরিদর্শন করবেন বলে জানা গেছে।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মঙ্গলবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দরে তিনি সিলেটের প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা দেবেন। তবে প্রধামন্ত্রীর সফরের বিস্তারিত সময়সূচি এখনো পাওয়া যায়নি বলে জানান শফিকুর রহমান চৌধুরী। সফরকালীন আর কোন কর্মসূচি আছে কি-না তা সফরসূচী পাওয়ার পর জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ভয়াবহ বন্যায় পুরো সিলেট এখন পানির নিচে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। তিনদিন ধরে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও বিজিবি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

সুত্র: সিলেট ভিউ

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *