সিলেট নগরীতে চাঁদাবাজির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিলেট নগরীর শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২ মার্চ) দিবাগত রাতে শাহপরাণ থানার টিলাগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৯, সিপিএসসি, (ইসলামপুর ক্যাম্প) সিলেটের একটি দল এই অভিযান পরিচালনা করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মঈন মিয়া (৪৫), জালাল মিয়া (৩২) ও মামুন মিয়া (২৮)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা টার্গেটকৃত ব্যক্তিদের সাথে সংঘবদ্ধ ভাবে চাঁদাবাজি করতো। প্রথমে কোন ব্যক্তিকে টার্গেট করতো এবং টার্গেটকৃত ব্যক্তির পরিবারের বিষয়ে বিস্তারিত জানতো। তারপর সুযোগ বুঝে জোরপূর্বক ভাবে বিভিন্ন কাজে বাঁধাদান করতো এবং একপর্যায়ে চাঁদাদাবি করতো। টার্গেটকৃত ব্যক্তি চাঁদা দিতে অস্বীকার করলে এই সংঘবদ্ধ চাঁদাবাজ দল চুরি, ক্ষতিসাধনসহ প্রাণনাশের ভয়ভীতি প্রদান করতো।

ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে এসএমপির শাহপরাণ (রঃ) থানায় ১ মার্চ একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *