বিয়ানীবাজারের ৫৩১টি মসজিদ পাচ্ছে প্রধানমন্ত্রীর অনুদান

৫৩১টি মসজিদ পাচ্ছে প্রধানমন্ত্রীর অনুদান

বিয়ানীবাজার উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৫৩১টি মসজিদে প্রধানমন্ত্রী ঘোষিত সরকারি অনুদান প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মসজিদভিত্তিক অনুদানের চেক হস্তান্তরের কার্যক্রম শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, উপজেলার আলীনগর ইউনিয়নে ৪৪টি, চারখাই ইউনিয়নে ৪৭টি, দুবাগ ইউনিয়নে ৪৯টি, শেওলা ইউনিয়নে ৩৯টি, কুড়ারবাজার ইউনিয়নে ৪৬টি, পৌরসভায় ৮৯টি, মাথিউরায় ৪৭টি, তিলপাড়ায় ৪৮টি, মুল্লাপুরে ২৯টি, মুড়িয়ায় ৪৯টি ও লাউতা ইউনিয়নে ৪৫টি মসজিদে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তালিকা প্রস্তুত করা হয়।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব জানান, চেক প্রস্তুতির কাজ চলছে। শীঘ্রই তা সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করা হবে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন দেশের প্রতিটি জেলায় অবস্থিত সিটি করপোরেশন/পৌরসভা এলাকা এবং ইউনিয়ন পর্যায়ে অবস্থিত সব মসজিদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে সরকার। দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদকে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *