করোনায় মারা গেলেন বিয়ানীবাজারের জলঢুপ কানলী গ্রামের আজির উদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিয়ানীবাজারের আজির উদ্দিন (৭৫)। মৃতুকালে তিনি স্বপরিবারে ঢাকায় বসবাসরত ছিলেন। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ কানলী এলাকায়।

রবিবার রাত ৯টায় তিনি মারা যান। রাতেই রায়ের বাজার কবরস্থানেই তার দাফন সম্পন্ন হয়েছে এমন খবর নিশ্চিত করেছেন নিহতের তার ভাগিনা ও সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামসুদ্দিন।

তিনি জানান, গত কয়েকদিন আগে তার শরীরে করোনা পজেটিভ ধরা পরে। বাসায় তিনি আইসোলেশনে ছিলেন। রবিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে আইসিইউতে নেওয়ার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত হাসপাতালে আইসিইউ’র ব্যবস্থা হলেও সেখানে নেওয়ার আগেই তিনি মারা যান।

নিহত আজির উদ্দিনে স্ত্রী ও ৩ পুত্র সন্তান রয়েছেন। লন্ডনপ্রবাসী এক পুত্রছাড়া বাকিরা ঢাকার বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *