আরও ২৩ জনের নমুনা ল্যাবে প্রেরণ করা হলো বিয়ানীবাজার থেকে

নিজস্ব প্রতিবেদক:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষার জন্য বিয়ানীবাজার উপজেলা থেকে আরও ২৩ জনের নমুনা পাঠানো হয়েছে। মঙ্গলবার এসব নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যাদের নমুনার সংগ্রহ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ৬ জন বিজিবি সদস্য, করোনা পজিটিভ রোগীদের সংস্পর্শে আসা ৫জন এবং মৃদু করোনা উপসর্গ আছে এমন আরও ১২জন। এদের মধ্যে ৪ জন পৌরসভার এবং অন্য ১৯ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রত্যেকের বয়স ২৪ বছর থেকে ৭০ বছর পর্যন্ত রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্যানুযায়ী, এ উপজেলা থেকে এখন পর্যন্ত ৯৪৫টি নমুনা ল্যাবে পাঠানো হয়েছে এবং ৯২২টির নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। নমুনার প্রতিবেদনগুলোর মধ্যে ১৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ জন এবং মারা গেছেন ৬জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *