লিটনময় দিনে বাংলাদেশের যত রেকর্ড
লিটন ফ্যান্টস্টিক দাস
আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৮ বলে ফিফটি করেছেন লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ফিফটি। লিটন দাস রেকর্ড বইয়ে নিজের নাম লেখাতে ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের ১৫ বছরের পুরোনো রেকর্ড। তাছাড়া আজকের ৮৩ রান লিটন দাসের ক্যারিয়ার সেরা, তার আগের সর্বোচ্চ রান ছিল ৭৩ রান, সেটা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটি
বল | ব্যাটসম্যান | বিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
১৮ | লিটন দাস | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
২০ | মোহাম্মদ আশরাফুল | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ২০০৭ |
২১ | লিটন দাস | ভারত | অ্যাডিলেড | ২০২২ |
২৪ | মুশফিকুর রহিম | শ্রীলঙ্কা | কলম্বো | ২০১৮ |
২৪ | লিটন দাস | ওয়েস্ট ইন্ডিজ | লডারহিল | ২০১৮ |
২৪ | আফিফ হোসেন | জিম্বাবুয়ে | মিরপুর | ২০১৯ |
২৪ | রনি তালুকদার | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
লিটন-রনির ১২৪ রানের জুটি
• আজ লিটন ও রনি তালুকদারের ১২৪ রানের পার্টনারশিপটিই বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। আগের রেকর্ডটি ছিল ১০২ রানের, যেটি ২০২১ সালে হারারেতে মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের।
• এই পার্টনারশিপটি আবার টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ জুটি হচ্ছে ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর।
• তাদের জুটিতে ওভারপ্রতি রান উঠেছে ১৩.২৮, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্তত ৫০ ছাড়ানো জুটিতে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ১৩.০৭, ২০১৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সৌম্য-তামিমের দখলে ছিল।
৮৩
প্রথম ছয় ওভারে বাংলাদেশের রান সর্বোচ্চ রানের রেকর্ড হল আজকে । প্রথম ৬ ওভারে যা বাংলাদেশেরক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল সিরিজের প্রথম ম্যাচে করা ৮১ রানের জুটি।
টি-টোয়েন্টিতে ক্রিকেটে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ
স্কোর | বিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|
২১৫/৫ | শ্রীলঙ্কা | কলম্বো | ২০১৮ |
২১১/৪ | ওয়েস্ট ইন্ডিজ | মিরপুর | ২০১৮ |
২০৭/৫ | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
২০২/৩ | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
২০০/৩ | জিম্বাবুয়ে | মিরপুর | ২০২০ |
১৩৬
টিম সাউদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩৬ উইকেটের মালিক এখন বাংলাদেশের প্রান সাকিব আল হাসানের।
৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম টানা পাঁচ ম্যাচ জিতল বাংলাদেশ। তাছাড়া টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট দুই ফরম্যাট মিলিয়ে টানা আট ম্যাচ জেতার কীর্তি গড়ল টিম টাইগার্স