সুনামগঞ্জে এমপি মানিক ও শামীমের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

সুনামগঞ্জ-৫ আসনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মুহিবুর মানিক ও ওই আসনের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
বুধবার সুনামগঞ্জের সিনিয়র জুডিসিলাল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ছাতকে এই মামলা দুটি দায়ের হয়৷
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন কামরুল ইসলাম কাজল নামের এক ব্যক্তি।
অপরদিকে জেলা আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী পারভীন বেগম।
উভয় মামলার বাদী ছাতক পৌর এলাকার মন্ডলিভোগের বাসিন্দা।

জানা যায়, গত ২৮ মার্চ ছাতক পৌর এলাকার গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে  খুন হন  যুবলীগ নেতা লায়েক মিয়া। তার বাড়ি মন্ডলিভোগ এলাকায়। হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় একে অপরের বাড়িতে চুরি, ডাকাতি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করেছেন বলে হমামলা দুটিতে অভিযোগ করা হয়।
উল্লেখ্য, এই হত্যার ঘটনায় এমপির ভাতিজাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই।

এদিকে, আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দীন দুটি মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
বিচারক আদেশে লেখেন, নালিশা দরখাস্ত পর্যালোচনা ও নালিশকারীর হলফান্তে জবানবন্দি লিপিবদ্ধ করা হলো। সার্বিক পর্যালোচনায় নালিশে বর্ণিত বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন (সাক্ষীদের জবানবন্দি ও বন্ডসহ) দাখিলের জন্য পুলিশ সুপার, পিবিআই, সিলেটকে নির্দেশ দেওয়া হলো।

সুত্র: সিলেটভিউ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *