সিলেটে তিন মাসের মধ্যে রেকর্ড ৬২ জন করোনা রোগী শনাক্ত

ভয় জাগানো ২৪ ঘণ্টা কাটালো সিলেট। গত তিন মাসের (জানুয়ারি থেকে মার্চ) মধ্যে সোমবার (২২ মার্চ) সকাল পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার তিন মাসের মধ্যে সর্বোচ্চ ৪৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।  

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (২১ মার্চ) সিলেটের চারটি ল্যাবে ৭৭৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

জানা গেছে, সিলেটে ক্রমেই করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। রোববারের ৬২ জনকে নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত  মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৬৭৬৫ জন।  এর মধ্যে সিলেট জেলায় ১০২০৮, সুনামগঞ্জে ২৫৬৯, হবিগঞ্জে ২০২২ ও মৌলভীবাজার জেলায় ১৯৬৬ জন।

অপরদিকে, রোববার বিভাগে করোনায় মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা। তাঁকে নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮২। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২১৮, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

সুত্রঃ সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *