বিয়ানীবাজারের দুবাগে জমি নিয়ে সংঘর্ষ: আহত ৪

 

নিজস্ব প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা স্থল বন্দর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৪জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে থেকে রাত পর্যন্ত শেওলা সেতুর টোল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিয়ানীবাজার থানা পুলিশের দায়িত্বশীলরা ঘটনাস্থলে উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সংঘর্ষে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে আহত নুরুল কিবরীয়া বিয়ানীবাজার থানায় ৭/৮জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

জানা যায়, দুবাগ ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা তানজিম আহমদ চৌধুরী শেওলা স্থলবন্দরের পাশে নিজের মৌরসী এবং খরিদা জমিতে কয়লা ও পাথর ডেম্পিং এর জন্য ভাড়া দিয়ে আসছিলেন। জমি ভাড়া দেয়া কেন্দ্র করে গত কয়েখদিন থেকে ব্যবসায়ী নুরুল কিবরীয় ও বিলাল আহমদের সাথে তানজিম চৌধুরী বিরোধ চলছে। শুক্রবার বিকাল ৩ টার দিকে বিএনপি নেতা নুরুল কিবরিয়া কয়েকজনকে সাথে নিয়ে জমি ভাড়া দিতে তানজিম চৌধুরীকে বাধা দেন। এ দিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শেওলা সেতুর টোল এলাকায় তানজিম চৌধুরীর ছোট ভাই নাসিম চৌধুরীর উপর প্রতিপক্ষকরা হামলা চালালে সংঘর্ষে রূপ নেয়। আহত নাসিম উদ্দিন চৌধুরীর স্বজনরা সংঘটিত হয়ে হামলা চালালে পরিবহন চালক শ্রমিক সমিতির সভাপতি ও ব্যবসায়ী বিলাল উদ্দিন এবং ব্যবসায়ী নুরুল কিবরীয়া আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংঘর্ষ ঘটনায় মাইক্রোবাস চালক শ্রমিতির সভাপতি বিলাল উদ্দিন আহত হওয়ায় ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা শেওলা সেতুর টোল এলাকা অবরোধ করলে সড়কের উভয় পাশে যানজট দেখা দেয়। প্রায় এক ঘন্টা সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহা সড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করেন।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে আহত এক পক্ষ থানায় মামলা দায়ের করেছেন। কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও আশাপাশ এলাকা পুলিশের নজরদারিতে রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *