বিয়ানীবাজারের ঈদের জামাত কখন কোথায় অনুষ্ঠিত হবে

নিজস্ব সংবাদদাতা
বিয়ানীবাজার উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮ থেকে শুরু হবে এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী ঈমামবাড়ি শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সুপাতলা ওসমানি স্টেডিয়াম মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় এবং দক্ষিণ মাথিউরা শাহী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল ৮টায় মুড়িয়া ইউনিয়নের ফেনগ্রাম জামে মসজিদ, তিলপাড়া ইউনিয়নের শাহজালাল দাসউরা সদরপুর শাহী ঈদগাহ ময়দান, কাজিরবাজার জামে মসজিদ, তাজপুর মাঝরপট্রি জামে মসজিদ ও শারপার জামে মসজিদ, কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মুহাম্মদপুর কেন্দ্রীয় শাহী ঈদগাহ ও আকাখাজানা কেন্দ্রীয় জামে মসজিদ, মাথিউরা দুধবকশী মাঝর মসজিদ ও মিনারাই শাহী ঈদগাহ, পৌরসভার সুপাতলা কুরাইশ জামে মসজিদ, লাউতা ইউনিয়নের গজারাই শাহী ঈদগাহ, শেওলা ইউনিয়নের বালিঙ্গা শাহী ঈদগাহ ও তেরাদল শাহী ঈদগাহ, চারখাই ইউনিয়নের নিজ আদিনাবাদ শাহী ঈদগাহ, জালালনগর শাহী ঈদগাহ, বাঘবাড়ি শাহী ঈদগাহ ও দেউলগ্রাম শাহী ঈদগাহ এবং তিলপাড়া ইউনিয়নের দাসউরা শাহী ঈদগাহ ও মোল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাহ শাহী ঈদগাহ।
সকাল ৮টা ১৫ মিনিটে দুবাগ ইউনিয়নের বায়তুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৮টায় খাসাড়িপাড়া জামে মসজিদ, মাথিউরা খলাগ্রাম জামে মসজিদ, তিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দাসউরা জামে মসজিদ ও পঞ্চগ্রাম শাহী ঈদগাহ মাটিঝুরা, বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা নবাং শাহী ঈদগাহ, মোল্লাপুর শাহী ঈদগাহ, পাতন বাঘমারা শাহী ঈদগাহ, মাথিউরা পূর্বপাড় শাহী ঈদগাহ, দুধবকশী পুরাতন জামে মসজিদ, দুধবকশী পশ্চিম জামে মসজিদ, দোয়াখা জামে মসজিদ, নালবহর জমে মসজিদ, শাহজালাল জামে মসজিদ ও ঈদগাহ জামে মসজিদ, শেওলা ইউনিয়নের কাকরদিয়া তেরাদল শাহী ঈদগাহ, কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসা সংলগ্ন হযরত দুদাশা ঈদগাহ, লাউঝারি কেন্দ্রীয় জামে মসজিদ,দুবাগ ইউনিয়নের মেওলা দক্ষিণ মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদ, চারখাই ইউনিয়নের জিড়খাই শাহী ঈদগাহ ও মুড়িয়া ইউনিয়নের বড়দেশ শাহী ঈদগাহ জামে মসজিদ, ঘুঙ্গাদিয়া মঞ্জিলআলা ও লাউতা ইউনিয়নের কালাইউরা শাহী ঈদগাহ।
সকাল ৯টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে বৈরাগীবাজার মোয়াজ্জম কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *