বিয়ানীবাজারে করোনার ট্রিপল সেঞ্চুরি; নতুন আরও ১১ জন শনাক্ত!

নিজস্ব প্রতিবেদকঃ

বিয়ানীবাজার উপজেলায় করোনার ট্রিপল সেঞ্চুরি নতুন ১১ জনসহ উপজেলায় আক্রান্তের সংখ্যা এখন ৩১০ জন। প্রতিদিন বাড়ছে মহামারী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্যবিধি না মানা এবং সচেতনতার অভাবে এমনটা ঘটছে বলে সচেতন মহল মনে করেন। অপরদিকে প্রশাসনের কোন তৎপরতা না থাকায় হাঠে মাঠে মানুষের কোলাহল অনেকটা স্বাভাবিক পরিস্থিতির মতই। বিয়ানীবাজার উপজেলায় মাত্র ১১টি নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে ধরা পড়েছে মহামারী করোনর সংক্রমন। নতুন ৬ জনসহ বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৯৮ জনে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই তথ্য নিশ্চিত করেছে। আগামীকাল সকালে নতুন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।

এছাড়া বিয়ানীবাজার উপজেলায় করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে ইতোমধ্যে ১৮ জন রোগী মৃত্যুবরণ করেছেন। এছাড়া এ উপজেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করে ২০৩ জন রোগী সুস্থ হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *