দেশব্যাপী বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিয়ানীবাজারে মানবন্ধন অনুষ্ঠিত

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিয়ানীবাজারে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখে “সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিয়ানীবাজার’র আয়োজনে এবং ” সম্মিলিত নাট্য পরিষদ, বিয়ানীবাজার” ও “বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড’র সহযোগিতায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪ ঘটিকায় পিএইচজি সরকারী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বিয়ানীবাজারের সমন্বয়ক আব্দুল ওয়াদুদ এবং প্রবন্ধ পাঠ ও সঞ্চালনায় ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ, বিয়ানীবাজারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তন্ময় পাল চৌধুরী।

বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, প্রেসক্লাব সভাপতি সজিব ভট্টাচার্য, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড’র সহসভাপতি সালেহ আহমদ শাহিন।

উপস্থিত ছিলেন সংস্কৃতি সংগঠক ও প্রভাষক প্রিয়তোষ চক্রবর্তী, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমদ ফয়সাল, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিন আলম হৃদয়, দিবালোক পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার, রাজনীতিবিদ আবুল হোসেন খসরু, আব্দুল কাদির, জুবের আহমদ, কাওছার আহমদ, কে এইচ সুমন, রুমেল আহমদ, জাহাঙ্গির আলম, সংস্কৃতি কর্মী ফনি লাল চন্দ, ওয়াহিদুর রহমান টিপু, রাজন দাস, সুমন কর হৃদয়, হাবিব রহমান, শাকের আহমদ, ও শাফি প্রমুখ।

মানববন্ধনে মুক্তাক্ষর নয়াগ্রাম, মুক্তাক্ষর দাসগ্রাম, শৌখিন নাট্যালয়, শিশু নাট, থিয়েটার বিবেকানন্দ, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *