করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ 

প্রাণঘাতী করোনা ভাইরাস জয় করে বাড়ি ফিরলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। বুধবার (১৫ জুলাই) সিলেটের নর্থইস্ট হাসপাতাল থেকে সুস্থ হয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশের নগরের বাসায় ফিরেছেন তিনি।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সেলিম চৌধুরী নিজেও গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গত ৭ জুলাই থেকে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন খ্যাতনামা এ শিল্পী। সেখানকার করোনা ইউনিটে এক সপ্তাহ স্বাস্থ্য সেবা নিয়ে সবার দোয়ায় অবশেষে সুস্থ হয়ে ফিরেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরলেও চিকিৎসকদের পরামর্শে কিছুদিন হোম কোয়ারেন্টিনে থাকবেন তিনি।
অসুস্থ অবস্থায় অগণিত বন্ধু-বান্ধব, স্বজন, পরিচিতজন ও ভক্তরা তার জন্য দোয়া কামনা করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সেলিম চৌধুরী।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, এখন আর ফলোআপ নমুনা নেওয়া হয় না। করোনা শনাক্ত হওয়ার পর চিকিৎসা সেবা গ্রহণের সঙ্গে সঙ্গে টানা ১৪ দিন আইসোলেশনে থাকলে সুস্থতার একটি সনদপত্র দেওয়া হয়। কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীকেও সুস্থতার সনদপত্র দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *