বিয়ানীবাজারের মাদক সম্রাট আব্দুল খালেক ইয়াবাসহ আটক

বিয়ানীবাজারের ডাকঃ

সিলেট জেলা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজার থেকে ১০০ (একশত) পিছ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার রাত ১০টায় বিয়ানীবাজারের খাসা গ্রাম থেকে আটক করেন।
আটককৃত আসামী বিয়ানীবাজার থানার খাসা গ্রামের রহিব আলীর ছেলে আব্দুল খালেক (৬০)।

জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় বৃহস্পতিবার রাত ১০টায় সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমানের নেতৃত্বে বিয়ানীবাজার থানাধীন খাসা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আব্দুল খালেক (৬০) কে আটক করেছে।
এসময় তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম।

তিনি জানান, সিলেট জেলাকে মাদক মুক্ত করতে সম্প্রতি পুলিশ সুপারের বিশেষ পরিকল্পনা প্রনয়ন ও এর বাস্তবায়নে বিশেষ নির্দেশনা প্রদান করেন। যার প্রেক্ষিতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *