স্বাস্থ্যবিধি মেনে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আসছে

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। দুই দিনের মধ্যে এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিমন্ত্রী জানান, শিগগিরই বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার এই পরিকল্পনার প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। একইসঙ্গে তা নির্দেশনা আকারে স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছিলেন, বিদ্যালয় খুলে দেয়ার অন্তত ১৫ দিন আগ থেকে স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। স্কুলে প্রবেশের আগে অবশ্যই হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে। সবধরনের স্বাস্থ্যবিধি মেনে স্কুলে যেতে হবে।
পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয় খুলে দেয়ার পর সামাজিক দূরত্ব নিশ্চিত করতে একেকটি বেঞ্চে দুজন করে শিক্ষার্থীকে বসানো হবে বলেও জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, দুই সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ২৫ আগস্টের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *