সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনায় আরও একজনের মৃত্যু!

বিয়ানীবাজারের  ডাকঃ

সিলেটে মহামারি করোনাভাইরাস কেড়ে নিয়েছে ৭২ বছর বয়সি এক বৃদ্ধের প্রাণ। নিহত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা ছিলেন। গতকাল (১৮ নভেম্বর) সিলেট নগরীর শহীদ ডা. শামসুদ্দীন আহমদ সদর হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সিলেট জেলার এই বৃদ্ধকে নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ২৪০। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৭, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

এদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২২ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪২৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮১৫৮, সুনামগঞ্জে ২৪৩৯, হবিগঞ্জে ১৮৭২ ও মৌলভীবাজার জেলায় ১৮১৫ জন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৬ ও সুনামগঞ্জের ১ জন। এই ৩৭ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১৩০৫৪ জন। এর মধ্যে সিলেটে ৭৪২১,  সুনামগঞ্জে ২৩৭৮, হবিগঞ্জে ১৫৫০ ও মৌলভীবাজারে ১৭০৫ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৪৭ জন। এর মধ্যে সিলেটে ৩৯, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ২ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *