ব্যাটে বলে সফল একটি দিন কাটাল টাইগাররা

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে পুরোপুরি সফল বাংলাদেশ দল। ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন টাইগাররা।

সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি বুধবার ব্যাট হাতে সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ৩৩৫ রান। টেস্ট ক্যারিয়ারে ৮৫তম টেস্টে ১০ম সেঞ্চুরি হাঁকান সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম (১২৬)।

তবে টি-টোয়েন্টির মতো আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে যাওয়া সাকিব আল হাসান মাত্র ১৩ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি। ৯৪ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ৮৭ রানে ফেরেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ফিফটি পূর্ণ করেন মেহেদি হাসান মিরাজ (৫৫)। এছাড়া ৪৩ রান করেন লিটন দাস।

দারুণ ব্যাটিংয়ের পর দিনের একেবারে শেষ মুহূর্তে দুর্দান্ত বোলিং করেছেন টাইগাররা। মাত্র ১৩ রানে আয়ারল্যান্ডের ৪ উইকেট শিকার করে সফরকারীদের বিপদে ফেলে দেন দুই বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭ রান। এখনো ১২৮ রানে পিছিয়ে রয়েছে তারা। ইনিংস পরাজয় এড়াতে হলে বৃহস্পতিবার আইরিশদের আরও ১২৮ রান করতে হবে।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিবলে বিভ্রান্ত হয়ে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন হ্যারি টাকার।

এছাড়া লরকান টাকার, কার্টিস ক্যাম্পার ও মার্ক এডেয়ার যথাক্রমে ৩৭, ৩৫ ও ৩২ রান করে করেন। বাংলাদেশ দলের হয়ে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম সবোচ্চ ৫ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও পেস বোলার এবাদত হোসেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিমের সেঞ্চুরি (১২৭) আর সাকিব আল হাসান (৮৭) ও মেহেদি হাসান মিরাজের (৫৫) ফিফটিতে ভর করে ১৫৫ রানের লিড নিয়ে ৩৬৯ রানে ইনিংস থামায় টাইগাররা।

মঙ্গলবার প্রথম দিনের শেষ বিকালে ৩৪ রানে ২ ওপেনার নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। বুধবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই আউট হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

৪০ রানে ৩ উইকেট পতনের পর মুশফিকুর রহিমের সঙ্গে ১৫৯ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। আক্রমণাত্মক ব্যাটিং করে যাওয়া সাকিব ৯৪ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ৮৭ রান করে আউট হন। ৫৫ রান করেন মিরাজ। আর ৪৩ রান করেন লিটন দাস। বাংলাদেশ ইনিংস গুটায় ৩৬৯ রানে।

১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। স্কোর বোর্ডে ১৩ রান জমা করতেই প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আইরিশরা।

দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন জেমস ম্যাককুলাম। সাকিবের পর জোড়া আঘাত হানেন তাইজুল।

তাইজুলের অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি শার্প টার্নে ঢুকছিল স্টাম্পের দিকে। ব্যাট নামাতে দেরি করেন কমিন্স। বল আঘাত হানে প্যাডে। জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

নিজের পরের ওভারে বোলিংয়ে এসেই আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে বোল্ড করেন তাইজুল। তার আর্ম ডেলিভারি পেছনের পায়ে দাঁড়িয়ে খেলার চেষ্টা করেছিলেন আইরিশ অধিনায়ক; কিন্তু বল তার ব্যাটের বাইরের কানা ছুঁয়ে আঘাত হানে অফ স্টাম্পে।

এরপর কার্টিস ক্যাম্পারকে সাজঘরে ফেরান সাকিব। সাকিবের ডেলিভারি সামনের পায়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন কার্টিস ক্যাম্পার; কিন্তু ঠিকঠাক খেলতে পারেননি। ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ক্যাম্পারের বিদায়ে ১৩ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *