বিয়ানীবাজারে ৯০ জনে নিলেন করোনা টিকার দ্বিতীয় ডোজ

নিজস্ব প্রতিনিধি
সারা দেশে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। একই সঙ্গে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলছে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে সকাল নয়টা থেকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজনকে উপস্থিত হতে দেখা যায়। মুঠোফোনে খুদে বার্তা যাঁরা পেয়েছেন, তাঁরা হাসপাতাল কেন্দ্রে এসে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
আজকে বিয়ানীবাজারে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯০ জন এবং একই সময়ে প্রথম ডোজ নিয়েছেন আরও ২০ জন।
এ পর্যন্ত প্রথম ডোজ নিলেন ৮২৭২জন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোয়াজ্জেম আলী খান বলেন, প্রথম ডোজ দেয়ার দুই মাস পর দ্বিতীয় ডোজ টিকা দেয়া যাবে। কিন্তু কেউ একদিন আগে আসলে তাকে দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব হবে না। কারণ কম্পিউটারে সংরক্ষিত ডাটা নির্দিষ্ট সময়ের আগে গ্রহণ করবে না। তবে একদিন দুইদিন পরে আসলেও এক্ষেত্রে কোন সমস্যা হবে না। তিনি জানান, দ্বিতীয় ডোজের সাথে যারা প্রথম ডোজ নিতে আসছেন আমরা তাদেরকেও টিকা প্রদান করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *