বিয়ানীবাজারকে মাদকমুক্ত করতে ওসি হিল্লোল রায়ের কঠোর হুশিয়ারী

বিয়ানীবাজারের ডাকঃ

মাদক ব্যবসায়ী জনগণের শক্র, দেশের শক্র। তাই কোন মূল্যেই মাদককে কখনো ছাঁড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারী দেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
তিনি বলেন, বিয়ানীবাজার উপজেলায় প্রায় ৩-৪ লক্ষাধিক মানুষ রয়েছেন। আর আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী রয়েছেন তাদের তুলনায় খুবই অপ্রতুল। বিয়ানীবাজার উপজেলাকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি উপজেলাবাসীর সহযোগিতা একান্ত কাম্য। সম্মিলিত প্রচেষ্টায় বিয়ানীবাজার থানাকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত করা সম্ভব হবে।

ওসি হিল্লোল রায় বলেন, ‘পুলিশ হবে জনতার, মুজিববর্ষের অঙ্গীকার’- এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের হাত ধরে পুলিশ প্রশাসন জনগণের সুখ-দুঃখে পাশে রয়েছে। তাই আপনাদের যেকোনো প্রয়োজনে পুলিশের উপর আস্থা রেখে থানায় আসুন। আমরা আন্তরিকতার সঙ্গে আপনাদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করব।

এসময় তিনি যুব সমাজের উদ্দেশে বলেন, আপনারা আগেই জেনেছেন, আমাদের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে সিলেটের পুলিশ প্রশাসন মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধের বিরুদ্ধে একের পর এক সফল অভিযান পরিচালনা করছে। অপরাধী যত বড়ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে আমরা নিয়মিত পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। তাই তিনি বিয়ানীবাজার উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার সহযোগীতা কামনা করেন।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টায় সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ রোধ, কোভিড-১৯ ও সম্প্রসারিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়নের ৭নং বিট পুলিশিং কাযর্ক্রম সংক্রান্ত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শিহাব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, বিট অফিসার এসআই মো: শাহ আলম ভূইয়া, ইউপি সদস্য সামছুল আলম, মোঃ বদরুল ইসলাম, মোঃ আলতাফ হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুলিশিং সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *