বিয়ানীবাজারের শ্যামল রায় মৃত্যুর ২ দিন পর আসলো করোনা পজিটিভ রিপোর্ট

বিয়ানীবাজারের ডাকঃ

বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের শ্যামল রায় (৬৫) সিলেটের নর্থ ইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। মৃত শ্যামল রায়ের বাড়ি বড়লেখা উপজেলায়। তিনি দীর্ঘদিন থেকে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ গ্রামে বসবাস করে আসছেন। রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

জানা যায়, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্যামল রায়ের শরীরে করোনার উপসর্গ থাকায় ২৪ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ২৬ জুন রাতেই তিনি মৃত্যুবরণ করা শ্যামলকে সিলেটেই স্বাস্থ্যবিধি মেনে দাহ করা হয়। তবে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সম্পর্কে অবগত ছিলনা। শ্যামল রায়ের মৃত্যুর দুইদিন পর রোববার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেলেন ৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *