‘কঠোর’ লকডাউন বিয়ানীবাজারে ঢিলেঢালা

নিজস্ব প্রতিনিধি
২২ এপ্রিল থেকে দেয়া দ্বিতীয় মেয়াদের লকডাউনে কঠোর বিধি-নিষেধ থাকলেও বিয়ানীবাজার উপজেলার পৌরশহরসহ প্রত্যন্ত অঞ্চলে গণপরিবহন পরে প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা যায়। প্রয়োজনে-অপ্রোজনে বেড়েছে মানুষের চলাচলও। বিয়ানীবাজারের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে এ চিত্র চোখে পড়ে। বৃহস্পতিবার দুপুরের দিকে পৌরশহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক নূরের নেতৃত্বে পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে, কিছুটা স্থবিরতা দেখা গেলেও পরক্ষণেই সব স্বাভাবিক হয়ে যায়। পুলিশের চেকপোস্টগুলোতে ছিলনা আগের মতো কড়াকড়ি। পৌরশহরে লোক সমাগম বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় পার করছেন রাস্তার উপরে বসা শবজি, ফল ও ভ্যান গাড়ীতে করে কাপড় বিক্রেতারা। বিপনীবিতান মার্কেটসহ সকল ফ্যাশন হাউজ ও দোকানপাট খোলা রয়েছে। সেইসব দোকানে উপচেপড়া ভিড় ছিল। অনেক দোকানে আবার একটি স্যাটার খোলা রেখে ভিতরে বসে ব্যবসা করছেন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ক্রেতা-বিক্রেতার মধ্যে নেই আগের মতো সচেতনতা। অধিকাংশ মানুষের সঙ্গে মাস্ক দেখা গেলেও কেউ কেউ তা সঠিক নিয়মে ব্যবহার করছেন না। কারও মাস্ক হাতে কিংবা পকেটে। আবার কারও মুখের নিচে। বিপনীবিতান বা দোকানপাটে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারের কোনও চিত্র চোখে পড়েনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক নূর বলেন, মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে,মাস্ক ব্যবহার করতে এবং সচেতন হওয়ার জন্য আহবান জানিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *