সিলেটে পাঁচ দফা ভূমিকম্পে নগরজুড়ে আতঙ্ক!

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

সিলেটে কয়েকঘণ্টার ব্যবধানে পঞ্চমবারের মতো ভূকম্পন অনুভূত হয়েছে। সবশেষ ১ টা ৪৭ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়।

এর আগে সকাল ১০ টা ৩৭ মিনিটের সময় প্রথমে ভূমিকম্প অনুভব হয়। এ কম্পনের রেশ কাটতে না কাটতে ফের ১০ টা ৫১ মিনিটে সামান্য ভূকম্পন অনুভত হয়। তবে দ্বিতীয় দফায় ভূমিকম্প হলেও প্রথম কম্পনের সময় মানুষের মাঝে বেশি আতংক দেখা দেয়।

এরপর ১১টা ৩০ মিনিট ও ১১টা ৩৪ মিনিটে কেঁপে ওঠে সিলেট।

তবে আবহাওয়া অফিস হিসেবে নিয়েছে চারবারের ভূমিকম্প। এরমধ্যে ১০ টা ৫১ মিনিটের ভূকম্পন এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১।

এদিকে ভূকম্পন চলাকালীন সময় নগরীর বাসা-বাড়ির বাসিন্দারা অনেকটা আতংকিত হয়ে নিরাপদ স্থানে নেমে আসেন।

ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের সার্ভারের হিসেবে চারবার ভূমিকম্প ধরা পড়েছে। আর এটি একদম সিলেট শহরেই এর উৎপত্তি। এজন্য সিলেটের মানুষ একটি বেশি ভূকম্পন অনুভব করছেন।

এদিকে পর পর ভূমিকম্প অনুভব হলেও তাৎক্ষনিক কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পে আতংক বিরাজ করছে জনসাধারণের মনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *