সিলেটে মানা হচ্ছে না গণপরিবহনে নিষেধাজ্ঞা

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। সেই সাথে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা থাকলেও সিলেটে সেই নির্দেশনা মানা হচ্ছে না। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকেই সিলেট নগরীতে ধাপিয়ে বেড়াচ্ছে  সিএনজি অটোরিকশা, রিকশা, পিকআপ, প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের যানবাহন। এদিকে সিলেটে নিত্যপণ্যের দোকানপাট খোলা রয়েছে।

সরেজমিনের দেখা যায়, সিলেট নগরীর আম্বরখানা, জেলরোড, টিলাগড়, শাহপরাণ বাইপাস, উপশহর, মদিনা মার্কেট, টিলাগড়, মীরের চক, মেন্দিবাগ, মুধশহীদ, তালতলা, মজুমদারী, কদমতলীসহ অধিকাংশ এলাকায় সরকারের নির্দেশনা না মেনে চলছে যানবাহন।

এদিকে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহের জন্য সিলেটে ১১ টি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। নির্দেশনায় জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০ টার পর ঘর থেকে বের হতেও নিষেধ করা হয়েছে। সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটএম কাজী এমদাদুল ইসলাম নির্দেশনাগুলো মেনে চলতে জনসাধারণকে অনুরোধ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *