সিলেটে উপজেলা নির্বাচন : জকিগঞ্জে লোকমান এগিয়ে

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

সিলেটের বন্যা কবলিত দুটি উপজেলায় বুধবার (৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয় ভোট গ্রহণ। উপজেলা দুটি হচ্ছে- কানাইঘাট ও জকিগঞ্জ।

এর মধ্যে জকিগঞ্জ উপজেলায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান (কাপ পিরিচ)।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিভিন্ন ইউনিয়নের ১৫টি কেন্দ্রে লোকমান হোসেন পেয়েছেন ৮ হাজার ১৩৯ ভোট ও ইমরান পেয়েছেন ৩ হাজার ৩৬৪ ভোট।

জকিগঞ্জে এ দুজন ছাড়া আরও দুই চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তারা হলেন- জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী (আনারস) ও জাতীয় পার্টি নেতা আব্দুশ শুক্কুর (মোটরসাইকেল)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *