বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার দায়ে দু’জনকে এক লাখ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধিঃ

বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের দায়ে দুই চালককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের জরিমান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে অবৈধভাবে টিলার মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা সেখানে অভিযান চালান। এ সময় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে ট্রাকচালক আব্দুল মুমিন ও ট্রাক্টরচালক তোয়েল আহমদকে আটক করা হয়। পরে তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *