বড়লেখায় বণ্য প্রাণী হত্যার দায়ে ৯ জন আটক; ৭০ হাজার টাকা অর্থদণ্ড

বড়লেখা প্রতিনিধিঃ 

বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ইকোপার্ক এলাকায় বন্য প্রাণী হত্যার অপরাধে বনবিভাগ কর্তৃক ৯জন কে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন্য প্রাণী (শজারু) হত্যার সত্যতা উদঘাটিত হওয়ায় এবং আসামিরা দোষ স্বীকার করে নেয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে শজারু হত্যায় সরাসরি জড়িত থাকায় বন্য প্রাণী (সংরক্ষণ) আইন,২০১২ অনুসারে দুই জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়াও শজারু হত্যায় সহযোগিতা করায় আরও ৭ জনকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় বিওসি কেছরিগুল এলাকায় টিলা কাটার জন্য এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কে নির্দেশ প্রদান করা হয়। টিলা ও বন্য প্রাণী আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। আসুন তাদের রক্ষায় আমরা আরও সচেতন হই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *