বিয়ানীবাজারে শিশুসহ নতুন আরো ৩ জনের করোনা শনাক্ত

বিয়ানীবাজারের ডাকঃ

বিয়ানীবাজার উপজেলায় প্রতিদিন বাড়ছে মহামারী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্যবিধি না মানা এবং সচেতনতার অভাবে এমনটা ঘটছে বলে সচেতন মহল মনে করেন। অপরদিকে প্রশাসনের কোন তৎপরতা না থাকায় মাঠে-ঘাটে মানুষের কোলাহল অনেকটা স্বাভাবিক পরিস্থিতির মতই। বিয়ানীবাজার উপজেলায় শিশুসহ নতুন আরও ৩ জনের  করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩২০ জনে।

রবিবার (৩০ আগস্ট) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন আক্রান্তদের মধ্যে মাথিউরা পূর্বাপার এলাকার ১০ বছরের শিশু মো. জাওয়াদ, উপজেলা হাসপাতালের স্টাফ মো. ফইজ উদ্দিন (৩৩) ও আলীনগরের শামসুন নাহার (৫৫) এছাড়া একই রাতে মুড়িয়া ইউনিয়নের আরেক পুরাতন রোগীর দ্বিতীয় নমুনার রিপোর্টও পজিটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সোমবার সকালে নতুন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *