রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করেন -পল্লব

বিয়ানীবাজারের ডাকঃ

বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেছেন, করোনাকালে মানবতার জয় হয়েছে। বিয়ানীবাজারে যেভাবে সকল শ্রেনীপেশার মানুষ সহায়তার হাত প্রসারিত করেছে সহযোগীতা করেছেন তা নজিরবিহীন।

রবিবার (২১ জুন) আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের উদ্যোগে দূর্গতদের মধ্যে উপহার সামগ্রী বিতরণকালে চেয়ারম্যান পল্লব বলেন, রাজনীতি মানে জনগণের জন্য কাজ করা। সে লক্ষ্যে যে এগিয়ে যায়, সে প্রকৃত রাজনীতিবিদ। এখনকার সময়ে রাজনীতিক আর জনপ্রতিনিধিরা একাকার হয়ে মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছেন।

রবিবার উপজেলার আলীনগরে ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদের উদ্যোগে এবং তাঁর বন্ধু-সহযোগীদের পৃষ্টপোষকতায় উপহার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ। ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *