জীবিত অবস্থায় নতুন দেশে পা রাখতে পেরে বিমানবন্দরেই আফগান শিশুর নাচ!

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান থেকে বেঁচে ফিরে পা রেখেছে আরেকটি স্বাধীন দেশে। এর অনুভূতি যেন ছুঁয়ে যায় বেলজিয়ামে পা রাখা ছোট্ট শিশুটির উচ্ছ্বাসে। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এরপর দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠে বিদেশি গোষ্ঠীকে সহায়তাকারী ছাড়াও কিছু আফগান নাগরিক।

মানবিকতার খাতিরে অনেক দেশই আফগানদেরও আশ্রয় দিচ্ছে। সেরকমই একটি আফগান পরিবারকে আশ্রয় দিয়েছে বেলজিয়াম। গেল বুধবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী ব্রাসেলসের নিকটবর্তী একটি সামরিক বিমানবন্দর থেকে তোলা একটি ছবি মন কেড়ে নিয়েছে বিশ্ববাসীর।

ছবিতে দেখা যায়, নিরাপদ আশ্রয়ে পৌঁছে প্রাণ খোলা হাসি নিয়ে বিমানবন্দরের টারম্যাকেই মনের আনন্দে লাফাচ্ছে এক আফগান শিশু। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বাবা-মায়ের সঙ্গে পালিয়ে আফগান মেয়েটির উচ্ছ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এমনকি বেলজিয়ামের প্রধানমন্ত্রী গাই ভেরোফস্ট্যাডট নিজেও ওই ছবিটি টুইটারে পোস্ট করেছেন। সাথে লিখেছেন, ‘শরণার্থীদের আশ্রয় দিতে পারলে এটাই হয়…ছোট্ট মেয়েটিকে বেলজিয়ামে স্বাগত।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *