কুলাউড়ায় বিজিবির গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি পাচারের সময় বিজিবির গুলিতে বদরুল ইসলাম (১৮) নামে একজন নিহত হয়েছে। এ সময় দুই লক্ষ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে বিজিবি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে শুকনাভী এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত বদরুল ইসলাম একই উপজেলার হাজিপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আত্তর আলীর ছেলে।

বিজিবির দাবি, চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে উপর আক্রমণ চালালে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে একজন নিহত হয়।

বিজিবি আলীনগর ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি নৌকা করে মনু নদী পার করে নিয়ে যাওয়ার সময় তা আটকাতে যায় বিজিবি। এ সময় চোরাকারবারিদের সহযোগী প্রায় ৩০ জন লোক দেশীয় অস্ত্রসহ বিজিবিকে ধাওয়া করে। এসময় বিজিবির এক সদস্যকে দা দিয়ে কুপ দিতে গেলে প্রাণ রক্ষাতে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই নদীর চরে লোকটি মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য হেলাল মিয়া জানান, নিহত ছেলেটি এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

সুত্র: সিলেট টুডে

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *