করোনায় একমাত্র ভাইকে হারালেন অভিনেত্রী আনোয়ারা

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারার একমাত্র ভাই হুমায়ূন কবির। রাজধানীর মগবাজারে বসবাস করতেন তিনি। শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হুমায়ূন। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রব্বানি।

রুমানা রাব্বানী গণমাধ্যমকে জানান, ‌‘প্রায় এক সপ্তাহ আগে মামার করোনা শনাক্ত হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা চলছিলো তার। আজ আমাদের ছেড়ে বিদায় নিলেন তিনি। মামার মৃত্যুতে মা ভেঙে পড়েছেন।’

রুমানা রাব্বানী জানান, অনেক আগে একবার হুমায়ূন কবিরের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এছাড়া আগে থেকেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি।

জানা গেছে, পাঁচ বোনের মধ্যে আনোয়ারার একমাত্র ভাই ছিলেন হুমায়ূন কবির। তিনি ছিলেন আনোয়ারার ছোট। এর আগে দুই বোনকে হারিয়েছেন আনোয়ারা। শনিবার রায়ের বাজারের একটি কবরস্থানে দাফন করা হবে হুমায়ূন কবিরকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *