সিসিকের অভিযানে রিকশা শূন্য সিলেট!

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

সিলেট সিটি করপোরেশনের দেয়া নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য অভিযান চালানো হচ্ছে। সিসিকের দুদিনের অভিযানে সিলেটের জিন্দাবাজার-বন্দরবাজার-চৌহাট্টা এলাকায় রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি তেমনভাবে দেখা যাচ্ছেনা। যাত্রীরা রিকশা নিয়ে এসব রাস্তা ব্যবহার করতে গেলে সিসিকের নিরাপত্তা কর্মীরা রিকশাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে।   রবিবার (২ জানুয়ারি) সকাল থেকে অভিযান নামে সিসিক। ইতোমধ্যে নগরীর চৌহাট্টা এলাকা দিয়ে রিকশা চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

সিসিকের পক্ষ থেকে এই অভিযান চালানো হলেও এতে পুলিশের উপস্থিতি নেই। পুলিশ ছাড়াই সিসিকের কর্মীরা অভিযানে নেমেছেন। আর তাদের অভিযানকে তদারকি করছেন সিসিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

 

জানা যায়, সিলেট নগরীর কেন্দ্রস্থলের জিন্দাবাজার-বন্দরবাজার-চৌহাট্টা এলাকায় রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল বন্ধ করার জন্য ১ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা জারি করে সিসিক। তবে সিসিকের এই সিদ্ধান্তকে চ্যালঞ্জ করে রাস্তায় রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি নামান চালকেরা। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সিলেট নগরীর যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় সিসিকের নিষেধাজ্ঞা মেনে চলতে কর্তৃপক্ষ মাইকিং করে প্রচারণা চালায়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, নগরবাসীর ভোগান্তির কথা চিন্তা করে সিসিক একটি পরিকল্পনা হাতে নেয়। সেই পরিকল্পনা অনুযায়ি নগরীর কেন্দ্রস্থলের জিন্দাবাজার-বন্দরবাজার-চৌহাট্টা এলাকায় রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি সিসিক মাইকিং করে এবিষয়ে সকলের সহযোগীতা চায়। এখন থেকে সিসিকের অভিযান নিয়মিত চলবে। ইতোমধ্যে সিসিকের কর্মীরা কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *