৩০ লাখ নাগরিককে দেয়া হবে ব্রিটিশ নাগরিকত্ব

হংকংয়ের

 বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
চীনের আরোপিত নতুন নিরাপত্তা আইনে ক্ষতিগ্রস্ত হংকংয়ের প্রায় ৩০ লাখের বেশি নাগরিক ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার পার্লামেন্টে জানিয়েছেন, প্রায় সাড়ে ৩শ’ হাজার ব্রিটিশ ন্যাশনাল পাসপোর্টধারীসহ বাকি ২ দশমিক ৬ মিলিয়ন হংকংয়ের নাগরিক পর্যায়ক্রমে ব্রিটেনে এসে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।

সাবেক ব্রিটিশ কলোনি হংকংয়ের নাগরিকদের জন্যে ১৯৮০ সাল থেকে ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ পাসপোর্ট ইস্যু করেছিল ব্রিাটশ সরকার।  এই পাসপোর্টধারীররা ভিসা ছাড়াই ৬ মাসের জন্যে ইউকে সফর করতে পারেন। অন্তত ৩শ’ ৫০ হাজার হংকংয়ের নাগরিক এই পাসপোর্ট বহন করছেন।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ পাসপোর্টধারী এবং তাদের ওপর নির্ভরশীলরা তাৎক্ষণিকভাবে কাজ এবং পড়ালেখার সুযোগসহ পাঁচ বছরের জন্যে ব্রিটেনে বসবাসের সুযোগ পাবেন। তারা পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের জন্যে বা ব্রিটিশ নাগরিকত্ব লাভের জন্যে আবেদন করতে পারবেন। একই নিয়মে হংকংয়ের বাকি নাগরিকদেরও পর্যায়ক্রমে বিলেতে আসার সুযোগ দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *