সিলেটে ওসমানীর ল্যাবে নতুন আরও ১১ জনের করোনা শনাক্ত

বিয়ানীবাজারের ডাকঃ

সিলেটের তিন জেলায় ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, শুক্রবার হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যেই ৯ জনই সিলেট জেলার। হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৭১১ জন। এদের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ৬ হাজার ৮৯৯ জনে, সুনামগঞ্জে আক্রান্ত ২ হাজার ৩৪৭ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ৭৫৮ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৭০৭ জন।

শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ১০ হাজার ৫৮৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৫০৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ১৬৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৩২৬ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৫৮৯ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ২১৯ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৫৮ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৫ এবং মৌলভীবাজারে ২১ জন মারা গেছেন। করোনা আক্রান্ত ৬৬ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৫৫ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জ ৫ এবং মৌলভীবাজারে ৩ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *