সিলেটের দুই ল্যাবে ১৩৭ জনের করোনা শনাক্ত, সিলেটেরই অর্ধশত জন

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

সিলেটের দুই ল্যাবে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানীর ল্যাবে আজ ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেটের ২৬, সুনামগঞ্জের ২ মৌলভীবাজারের ৩ ও হবিগঞ্জের ৫ জন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে মঙ্গলবার (২৫ আগস্ট) ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নতুন শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা।
তিনি জানান, আজ শনাক্ত হওয়া ১০১ জনের মধ্যে সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩৫ ও সিলেট জেলার ২৩ জন রোগী রয়েছেন।

জুয়েল আরও জানান, ‘শাবির ল্যাবে মঙ্গলবার সিলেটের ৯৩টি, হবিগঞ্জের ৭৩টি, মৌলভীবাজারের ৬০টি ও সুনামগঞ্জের ৮৪ টি নমুনাসহ মোট ৩১০ টি নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহৃত নমুনার সাথে পুরনো নমুনা মিলিয়ে মোট ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *