সপরিবারে করোনায় আক্রান্ত বাহুবলীর পরিচালক

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

ভারতে প্রাণঘাতী করোনার বিস্ফোরণ ঘটেছে সিনেপাড়ায়। সম্প্রতি পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন।

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্লকবাস্টার সুপারহিট সিনেমা ‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলী। তিনি একাই নন, তার গোটা পরিবারই এ ভাইরাসে আক্রান্ত।

বুধবার টুইটারে সপরিবারে করোনা আক্রান্তের খবর জানান পরিচালক নিজেই।

রাজামৌলী জানান, কয়েক দিন ধরেই পরিবারের সব সদস্যই জ্বরে ভুগছিলেন। তার নিজেরও জ্বর ছিল। তখন কোভিড টেস্ট করালে ফল পজিটিভ শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হলেও জ্বর ছাড়া আর কোনো উপসর্গ দেখা যায়নি আমাদের কারও।

তাই হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসক পরামর্শ অনুযায়ী বাড়িতেই কোয়ারেন্টিনে থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন বলে জানান রাজামৌলী।

তিনি বলেন, বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করে দ্রুতই সুস্থ হতে আত্মবিশ্বাসী আমি। সুস্থ হওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হলে তিনি প্লাজমাও দান করব।

করোনা হওয়ার ঠিক আগে ‘আরআরআর’ নামে একটি ছবির শুটিং করছিলেন রাজামৌলী। তামিল, তেলেগু ও হিন্দি, তিনটি ভাষায় তৈরি হচ্ছে এ ছবি। আছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগন ও আলিয়া ভাট।

৪০০ কোটি টাকা বাজেটের এই ছবি আগামী বছরের ৮ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সুত্র: যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *