বুকের তানপুরা -মোহাম্মদ শামছ উদ্দিন
“জুঁই ফোঁটার ঐ একটু আগে তোমায় দেখেছি,
চোখের তারায় সেই যে তোমার ছবি এঁকেছি,
শিমুল-ফোঁটার ক্ষণে আমি তোমায় দেখেছি,
ঠাঁয় দাঁড়িয়ে ইস্টিশনে তোমায় ভেবেছি।।
ট্রামে কিংবা বাসে শুধু একটুখানি ছোঁয়া,
বুকের তানপুরাতে শুধু তোমারই গান গাওয়া,
সেই পরশের সুখে আমি কোথায় ভেসে গেছি,
পথহারা কোন পথিক আমি পথে ই বসে আছি।।
গুলিস্তানের মোড়ে তোমার ব্যস্ত চকিত চাওয়া,
হাজার চোখের ভীড়ে তোমার চোখে তরী বাওয়া,
তোমার চোখে ম্যানহাটন আর সুখের নাচানাচি,
হাজার ভীড়ে থেকে ও আমি তোমার মাঝে বাঁচি।।
তোমার আমার মাঝে এখন স্মৃতির খোলা হাওয়া,
বাইরে তোমায় হারাই আমি অন্তরে হয় পাওয়া,
নিওন আলোয় ঝাঁপসা চোখে অনেক খুঁজেছি,
নয়ন তোমায় হারায় বলে নয়ন মুদেছি।।
(কবিতা ও গান ২৭ অক্টোবর,২০২০, উপশহর, সিলেট)