বিয়ানীবাজারে বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭) ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের ঝমকালো উদ্বোধন করা হয়।
বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্হার সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর’র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, উপজেলা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি আবুল হোসেন খসরু, মুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান, তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, প্রাক্তন ফুটবলার হারুন আহমদ, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ফয়সল আহমদ, ক্রীড়া সংগঠক সাইদুজ্জামান টিপু ও ফুটবল এসোসিয়েশনে সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
বিয়ানীবাজার উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়নের মোট ১১টি দল নিয়ে আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে আলীনগর ইউনিয়ন বনাম তিলপাড়া ইউনিয়নের মধ্যেকার খেলায় আলীনগর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে তিলপাড়া ইউনিয়ন জয়লাভ করে।
দ্বিতীয় ম্যাচে পৌরসভা ফুটবল দল বনাম দুবাগ ইউনিয়নের মধ্যকার ম্যাচে ওয়াকওভারে পৌরসভা ফুটবল দল জয়লাভ করে।