বিয়ানীবাজারে করোনা জয় করলো আরো ৫ জন
নিজস্ব প্রতিবেদক:
করোনা আক্রান্ত আরো ৫ জনকে সুস্থ ঘোষণা করেছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ নিয়ে বিয়ানীবাজার উপজেলা মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়িঁয়েছে ১২৫ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, আজ রোববার করোনা আক্রান্ত ৫ জনকে সুস্থতার ছাড়পত্র দেওয়া হয়। তাদের মধ্যে চারখাই এলাকার সুরাইয়া ইয়াসমিন (৩০), খাসাড়ীপাড়ার বেলাল আহমেদ (৩২), মাথিউরার আমিনুল ইসলাম (১৮), নয়াগ্রামের মাসুমা বেগম (২৪) কুড়ারবাজারের খশির এলাকার শাইরী বেগম (২১)।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।