বিয়ানীবাজারের ৮ জনসহ সিলেটে আরও ৪৭ জন করোনায় আক্রান্ত

বিয়ানীবাজারের ডাকঃ

সিলেট জেলার ৮টি উপজেলার আরো ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আজ শনিবার ওসমানী মেডিকেল কলেজে আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।

এ নিয়ে সিলেট জেলায় করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫২ জনে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় সংবাদমাধ্যমকে জানান, আজ ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।

                                     আরোও পড়ুনঃ করোনা আক্রান্ত শহীদ আফ্রিদি

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ১৯ জন, বালাগঞ্জের ১ জন, জকিগঞ্জের ৫ জন, গোয়াইনঘাটের ৫ জন, জৈন্তাপুরের ১ জন, ফেঞ্চুগঞ্চের ৪ জন, বিয়ানীবাজারের ৮ জন ও গোলাপগঞ্জের ৪ জন রয়েছেন।

এদিকে, ঢাকায় নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ৩১ জন, মৌলভীবাজারের ১৩ জন ও হবিগঞ্জের ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে আজ। সবমিলিয়ে এখনও অবধি সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা ২২৪৭। এর মধ্যে সুনামগঞ্জে ৪৬৪ জন, মৌলভীবাজারে ১৯১ জন ও হবিগঞ্জ জেলার ২৪০ জন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *