পর্তুগালে দুর্ঘটনায় শাহবাজপুরের তরুনের মৃত্যু; এলাকায় শোকের ছায়া

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

পর্তুগালে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের বড়লেখার এক যুবক। তার নাম জামাল উদ্দিন। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পর্তুগালের ভিলা নোভা দো সার্ভেইরো শহরে এ দুর্ঘটনা ঘটেছে।
জামালের আকস্মিক মৃত্যুতে পর্তুগালের প্রবাসী, দেশে থাকা আত্মীয়-স্বজন ও এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের কাইতাবন্দ গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে জামাল উদ্দিন ৭ বছর আগে পর্তুগালে পাড়ি জমান। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে পর্তুগালের ভিয়েনা দো কাস্তেলো শহরে বসবাস করেন। গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পর্তুগালের ভিলা নোভা দো সার্ভেইরো শহরে নিজ কর্মস্থলে জাহাজের পাখা বানানোর কাজ করছিলেন জামাল। হঠাৎ করে উপর থেকে বড় লোহার একটি বাক্স তার মাথায় এসে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। জামালের লাশ পর্তুগালের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখার স্থানীয় ইউপি সদস্য আনিছ আহমদ পর্তুগাল প্রবাসী জামাল উদ্দিনের মৃত্যুর জানান, লাশ দেশে আনার জন্য পর্তুগালে থাকা নিহতের চাচাতো ভাই চেষ্টা চালাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *