দেশের স্বার্থে তৃতীয়বার বিয়ে পেছালেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

বিয়ে করবেন ভালো কথা। কিন্তু এ শুভ কাজ কেবলই পিছিয়ে যাচ্ছে। দু–দুবার পেছানোর তৃতীয়বার যাওবা বর সাজার দিনক্ষণ পাকা করলেন, এখানেও সেই বাগড়া। কী আর করা? আবার সেই পেছাতে হলো। বিয়ে করতে গিয়ে ঘোরচক্করে পড়া এই মানুষটি কিন্তু যেনতেন কেউ নন, ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। তৃতীয় বার তাঁর বিয়েতে বাদ সেধেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বিয়ের তারিখ মুলতবি করার ঘোষণা দেন ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন। এর আগে বিয়ের পরিকল্পনা করোনার সংক্রমণের কারণে বাতিল হয়েছে।

এএফপির খবরে জানা যায়, প্রেমিকের সঙ্গে নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে ফ্রেডিরিকসন বলেন, ‘দারুণ এই মানুষটির সঙ্গে বিয়ের বন্ধনে
আবদ্ধ হতে সত্যিই আমি সমুখপানে তাকিয়ে। কিন্তু স্পষ্টতই এটা সহজে হচ্ছে না। আমরা জুলাই মাসের যে শনিবারে বিয়ের দিন ঠিক করেছি, সেদিনই ব্রাসেলসে ইইউয়ের বৈঠক।’

ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, ওই সম্মলনে যোগ দেওয়ার জন্য ডাক পড়েছে। আমাকে আমার দায়িত্বপালন করতে হবে। ডেনমার্কের স্বার্থরক্ষা করতে হবে। তাই আমরা বিয়ের পরিকল্পনা আবার বদলেছি।’ তিনি বলেন, ‘আমরা শিগগিরই বিয়ে করতে পারব। আমি বোকে সম্মতি জানানোর জন্য অপেক্ষা করছি। বো খুবই সহনশীল।’

আগামী ১৭ থেকে ১৮ জুলাই ইউরোপীয় কাউন্সিলের বৈঠক হবে। ব্রাসেলসের ওই বৈঠকে ২৭ সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা উপস্থিত থাকবেন। গত সপ্তাহে ভার্চ্যুয়াল এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনার সংক্রমণে লকডাউন চলার পর এটাই প্রথম সম্মেলন যেখানে বিশ্বনেতারা উপস্থিত থাকবেন। বৈঠকে নেতারা করোভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলার পরিকল্পনা করবেন এবং ইইউয়ের নতুন বাজেট নিয়ে আলোচনা করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *