সিলেটে ৫.১ মাত্রায় ভূমিকম্প

বিয়ানীবাজারের ডাকঃ

সিলেট অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়। আজ রোববার (২১ জুন) বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প।
জানা গেছে, ভারতে উৎপত্তি হওয়া ভূমিকম্পের প্রভাবে সিলেট অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল পার্শ্ববর্তী দেশ ভারতের মিজরাম এলাকায়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৫ দশমিক ১।

এদিকে ভূকম্প শুরু হওয়ার পর সিলেট নগরের বিভিন্ন বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *