সিলেটে ৩০ টাকার আলু ৪৫ টাকা! এবার স্বপ্নকে জরিমানা

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

সিলেটে সুপারস্টোর চেইন ‘স্বপ্ন’-কেও জরিমানা করা হয়েছে। অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রির অভিযোগে ‘স্বপ্ন’-এর আম্বরখানা শাখাকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ২ টায় অতিরক্তি মুল্যে আলু বিক্রি করায় তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সরকার প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা  নির্ধারণ করে দিলেও ‘স্বপ্ন’-এর আম্বরখানা শাখা ৪৫ টাকা কেজিতে আলু বিক্রি করে। এ বিষয়ে ক্রেতা ইফতেখার মো. নাবিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে শুনাতিতে তা প্রমাণ হওয়াতে তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *