সিলেটে চার দিনে ৩৫২ যানবাহন আটক

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

সিলেটে ৪ দিনে ৩৫২টি যানবাহন আটক করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এরমধ্যে আজ সোমবারও ৭২টি যানবাহন আটক ও ৩৩টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। তন্মধ্যে ১৫টি নিবন্ধন সিএনজি অটোরিকশা, ৩১টি রেজিষ্ট্রেশন বিহীন ও কাগজপত্র বিহীন সিএনজি এবং ১৮টি মোটরসাইকেল, ২টি প্রইভেট কার, ৬টি নিষিদ্ধ ঘোষিত যানবাহনসহ সর্বমোট ৭৮টি গাড়ি ডাম্পিং করে ট্রাফিক পুলিশ।

জানা গেছে, সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে এসএমপির ট্রাফিক বিভাগ চতুর্থ দিনের মতো নগরীতে আটটি চেকপোস্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সুবিদবাজার পয়েন্ট, তেমুখি বাইপাস, লাক্কাতুরা বাজার, চন্ড্রিপুল পয়েন্ট, আলমপুর, প্যারাইরচক, সুরমা বাইপাস, টিলাগড় পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় রেজিষ্ট্রেশন বিহীন যানবাহন আটক, মোটরসাইকেলে তিনজন আরোহী ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ট্রাফিক পুলিশ এই অভিযান শুরু করে। এরপর ১২, ১৫ ও আজ সোমবার নগরীর বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *