সিলেটে করোনায় মারা আরও দুজনের মৃত্যু

বিয়ানীবাজারের ডাকঃ  

সিলেট বিভাগে করোনায় মারা গেলেন আরও দুই ব্যক্তি। গতকাল রোববার (১ নভেম্বর) মহামারি কোভিড-১৯ এ তাদের মৃত্যু ঘটে। এদের একজন সিলেট ও অন্যজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

গতকালের নিহত দুইজনকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৩। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭০, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

এদিকে,  সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন। এর মধ্যে সিলেটে ৪২, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ৪ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, আজ সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৭৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৭০৬, সুনামগঞ্জে ২৪০৮, হবিগঞ্জে ১৮২৯ ও মৌলভীবাজার জেলায় ১৭৯০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ জন। এর মধ্যে সিলেটে ২৮, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৫ জন। এই ৩৫ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২২২৪ জন। এর মধ্যে সিলেটে ৬৬৯৪,  সুনামগঞ্জে ২৩৪৩, হবিগঞ্জে ১৫১৯ ও মৌলভীবাজারে ১৬৬৮ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫৫ জন। এর মধ্যে সিলেটে ৪৯, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *