সিলেটে একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যুর রেকর্ড

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। যা চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি সিলেট। এর আগে গত ৪ আগস্ট একদিনে বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু দেখেছিল সিলেট।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৫৫৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একইসময়ে সিলেটে সুস্থ হয়েছে ৭১৫ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন করোনায় আক্রান্ত রোগী।

বুধবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৫৫৭ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৪১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ২১১ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৪৭৫, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৬৮৪ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৭৩০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৯১১ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৫৫৭ জন করোনা আক্রান্ত রোগীর ২৭৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৬৩ জন, হবিগঞ্জের ৬১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১১৪ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৩ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

সিলেটে বিভাগে বুধবার দৈনিক শনাক্তের হার ২৯ দশমিক শূন্য ৬ শতাংশ। যার ৩১ দশমিক শূন্য ৯ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ২১ দশমিক ৫৮ শতাংশ, হবিগঞ্জে ২৪ দশমিক ৪০ শতাংশ ও মৌলভীবাজারে ৩২ দশমিক ৬৬ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ২২ জন রোগী। তাদের ১১ জনই সিলেট জেলার, ২ জন হবিগঞ্জ ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জন রোগী করোনায় মারা গেছেন। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৮৪৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৬২০ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪২ জন, মৌলভীবাজারের ৬৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৩ জন, ৪ জন সুনামগঞ্জে, হবিগঞ্জ জেলার ২ জন, মৌলভীবাজারে ৩ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৭৫ জন। এর মধ্যে শুধু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০৬ জন রোগী। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২৪ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ৫০ জন ও মৌলভীবাজারে ২৮ জন ভর্তি রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৭১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৩৪৬ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ১৩২ জন সুনামগঞ্জে, ৬০ জুন হবিগঞ্জে, ১৭০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৪ হাজার ৫৫২ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ১১২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৮০৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭৩২ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৫৯৪ জন ও ওসমানী হাসপাতালে ৩০৬ জন।

এদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ১৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ৪৭, সুনামগঞ্জ ৩৮, হবিগঞ্জ ১৯ ও মৌলভীবাজার জেলায় ৩৫ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৮৪ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *