সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য ফিজাকে ৯ লাখ টাকা জরিমানা

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

সিলেটে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রিকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জোর অভিযানে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবার ফিজা এন্ড কোং-কে ৯ লক্ষ টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ নানা অনিয়মের অভিযোগে ফিজার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর গোটাটিকর এলাকায় বিসিক শিল্প নগরীর ফ্যাক্টরিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান নেতৃত্বে অভিযান চালায় র‍্যাব-৯।

এসময় র‌্যাব-৯ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান উপস্থিত সাংবাদিকদের জানান, ড্রেনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণসহ স্যাঁতসেঁতে দুর্গন্ধযুক্ত স্থানে তৈরি করা মিষ্টি রাখা ছিলো। এছাড়া এসব পণ্য প্রস্তুত ও প্যাকেটজাত করার কাজে নিয়োজিত কর্মীরা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছেন। সর্বোপরি খাদ্য উৎপাদন ফ্যাক্টরি ব্যবস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে। সব মিলিয়ে

আখতারুজ্জামান বলেন, ফিজার পরিচালক নজরুল ইসলাম বাবুলকে ৬ লাখ ও জেনারেল ম্যানেজার এহতেশাম মাবরুরকে ৩ লাখ- এই মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এমডিকে তিনমাস ও জিএমকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *