সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে বিয়ানীবাজার প্রেসক্লাবের মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তি ও দ্রুত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা দ্রুত সাংবাদিক রোজিনার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানান।

এছাড়াও সারাদেশে বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপর দায়ের হওয়া মামলা এবং সাংবাদিক নিগ্রহ বন্ধের দাবীও জানানো হয়। এসব কর্মকান্ডে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়ে জানিয়ে বক্তারা বর্তমান সময়ে তথ্যপ্রাপ্তি আরো নিশ্চিত করার সুযোগ চান। দেশে আমলাতান্ত্রিক প্রভাব নিরসনের প্রয়োজন উল্লেখ করে তারা সংবাদপত্রের পৃষ্টপোষকতায় সরকারকে আরো মনোযোগী হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এডভোকেট মো. আমান উদ্দিন, কম্উিনিষ্ট পার্টির সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি ও নবদ্বীপ সম্পাদক আব্দুল বাছিত টিপু, কাউন্সিলার আকছার হোসেন, সিনিয়র শিক্ষক হোসেন আহমদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় ও মাসুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মুহাম্মদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শিপার আহমদ পলাশ, কার্যকরী সদস্য জহির উদ্দিন, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিক, প্রেসক্লাব সদস্য আবুল হাসান, বেলাল আহমদ, সৈয়দ মুনজের হোসেন বাবু, সামিয়ান হাসান, সাইদুল ইসলাম, জসীম উদ্দিন, এম. এ ওমর, ইমাম হাসনাত সাজু, রোহেল আহমদ, আমিনুল হক দিলু, আহমদ এহসানুল কাদির, রেজাউল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি ফায়াজ আবির প্রমুখ।

কর্মসূচি পালনের পূর্বে প্রেসক্লাব কার্যালয়ে বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পূনর্মিলনী সভা অনুষ্টিত হয়। এতে সংগঠনের সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *