সাংবাদিকদের বাউন্সারে জর্জরিত অধিনায়ক মাহামুদুল্লাহ

সাংবাদিকদের বাউন্সারে মাহামুদুল্লাহর
ডাক

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভালো যায়নি। ব্যাটিংয়ে তিন ইনিংস মিলিয়ে ৪৩ রান করেছেন। মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের ধরন নিয়েও আলোচনা হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানে ৪ উইকেট পড়ার পর ছয় নম্বরে নেমে ১৭ বল খেলে ৮ রান করে মাহমুদউল্লাহ আউট হন। দ্বিতীয় ম্যাচে দ্রুত রান তোলার চাহিদা মেটাতে ছিলেন ব্যর্থ। ৯ বল খেলেও মারতে পারেননি কোনো বাউন্ডারি। সেদিন অবশ্য ৬ রান করে অপরাজিত থাকেন।

শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমেছিলেন। ওই মুহূর্তে ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে দলের সংগ্রহ ছিল ১২৫। ৫৩ বল খেলে কোনো বাউন্ডারিই মারতে পারেননি। করেন ২৯ রান। ফিল্ডিংয়েও দিনটি বাজে গেছে। ক্যাচও ফেলেছেন।

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগের দিনও আলোচনায় ছিল ওয়ানডেতে মাহমুদউল্লাহর এ পারফরম্যান্স। আজ টি-টোয়েন্টি দলের অনুশীলন শেষে মাহমুদউল্লাহ এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে দলে তাঁর জায়গা নিয়েই উঠে যায় প্রশ্ন। মাহমুদউল্লাহও ফিরতি প্রশ্ন করে বসেন, ‘প্রথমত আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে দলে আমার অবস্থান নিয়ে?’

মাহমুদউল্লাহ জানান, দলে নিজের অবস্থান নিয়ে নিঃসন্দেহ তিনি, ‘আলহামদুলিল্লাহ্ আমার কোনো সংশয় নেই। আমার মনে হয় আমি ঠিক রাস্তায় আছি। আমার হয়তো ভালো কিছু বল খেলতে হবে। ইনশা আল্লাহ আমি ভালোভাবেই ফিরব। কারণ, আমার কাছে দলের চাহিদা অমনই থাকে। ওয়ানডে ম্যাচগুলোয় হয়তো বা আমি সেভাবে ভালো করতে পারিনি। আমি চেষ্টা করব। দলের আমার কাছে যে প্রত্যাশা, আমি চেষ্টা করব সেটা পূরণ করার।’

ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে মাত্র একটি বাউন্ডারি। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ আসতেই মাহমুদউল্লাহর চটজলদি জবাব, ‘আমি ইনশা আল্লাহ কাল প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব।’

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *